সাতক্ষীরায় প্রকল্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে খাদ্য নিরাপত্তা সহায়তা দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
আজ সোমবার সাতক্ষীরার ভালুকা চাঁদপুর এবং কলারোয়ার হেলাতলা ও ব্রজবাকসায় কয়েকটি প্রকল্প পরিদর্শনের সময় এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
মার্শা বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে খাদ্য নিরাপত্তা সহায়তা দিয়ে যাচ্ছে। এ দেশের মানুষ হ্যাচারিতে মৎস্য উৎপাদন ও খামারে উন্নত জাতের গাভী পালন করে দুধ উৎপাদন করে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাচ্ছেন। গরুর খামার করে তাঁরা স্বনির্ভর হয়ে উঠছেন। একই সঙ্গে দেশের পুষ্টি চাহিদাও মিটছে।
বাংলাদেশের মানুষকে পরিশ্রমী আখ্যা দিয়ে বার্নিকাট বলেন, তাঁরা জানেন, কীভাবে নিজেদের ভাগ্য বদলাতে হয়। এ জন্য এই জেলায় অনেক মৎস্য খামার ও দুধের খামার গড়ে উঠেছে। সাতক্ষীরায় বিপুলসংখ্যক গবাদি পশুর খামার রয়েছে। দুধ, মাংস ও সর্বোপরি পুষ্টি চাহিদা মেটাতে তাঁরা ঘরে ঘরে গরু পালন করছেন।
দাতা সংস্থা ইউএসএআইডির সঙ্গে বেসরকারি খাতের অংশীদারিত্ব আরো জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন মার্কিন রাষ্ট্রদূত।
সাতক্ষীরা সফরে পশু পালন এবং বিভিন্ন পুষ্টি প্রকল্প ঘুরে দেখেন মার্শা বার্নিকাট। তিনি এসেব খাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ইউএসএআইডির মিশন পরিচালক পল স্যাবাটিন, অফিস পরিচালক ফরহাদ গাউসি, উপপরিচালক মার্ক টেগেনফেলথ, কৃষি উন্নয়ন কর্মকর্তা ড. ওসাজি সি এইমিউ, আহসানুজ্জামান খান, মো. নুরুজ্জামানসহ অন্যরা।