বালুবোঝাই মাহিন্দ্রর চাপায় অটোরিকশাচালক নিহত
মুন্সীগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বালুবোঝাই একটি মাহিন্দ্রর চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম মো. শাহবুদ্দিন (৫০)। তিনি মুন্সীগঞ্জের হাট লক্ষ্মীগঞ্জ এলাকায় ভাড়ায় থাকতেন।
এ ঘটনায় আহত রিকশা আরোহী বাবা ও ছেলের নাম জানা যায়নি । তাঁদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিপরিতমুখী যানবাহন দুটি দ্রুত গতিতে গন্তব্যে যাচ্ছিল। পথে মাহিন্দ্রর চাপায় অটোরিকশাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার সার্জেন্ট কামরুল বেগ জানান, সংঘর্ষে রিকশাচালক নিহত হন। মাহিন্দ্রটি আটক করা হয়েছে। তবে এটির চালক পলাতক রয়েছেন।