মহানগর ডিবি পুলিশের দাবি

এটিএম কার্ড জালিয়াতিতে ৪০-৫০টি প্রতিষ্ঠান জড়িত

Looks like you've blocked notifications!
এনটিভির পুরোনো ছবি

এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় ৪০-৫০টি প্রতিষ্ঠান ও ব্যক্তি জড়িত বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই মামলায় গ্রেপ্তার থমাস পিওতরসহ চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য দিয়েছেন বলে ডিবির দাবি। এখন তাদের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস সেন্টারে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এসব তথ্য দেন।

মনিরুল ইসলাম আরো বলেন, এরই মধ্যে পুলিশ চার-পাঁচটি প্রতিষ্ঠানে গিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদও করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার বলেন, বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা জালিয়াতির কথা অপরাধীরা জানিয়েছেন। তবে কী পরিমাণ টাকা জালিয়াতি হয়েছে তার সঠিক কোনো তথ্য তাঁরা দিতে পারেননি।

সংবাদ সম্মেলনে সোমবার সন্ধ্যায় ৭০ হাজার ইয়াবাসহ যে ১০ জনকে আটক করা হয়েছে তাদের নিয়েও কথা বলেন মনিরুল ইসলাম।