অটো থামিয়ে ব্যবসায়ীকে গুলি, ৮৫ ভরি সোনা লুট
বরিশাল মহানগরীতে আজ রাতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ৮৫ ভরি সোনা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে মহানগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শহরের হক জুয়েলার্সের মালিক মিরাজুল হককে গুরুতর আহত অবস্থায় নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন রাতে এনটিভি অনলাইনকে জানান, মিরাজুল হক প্রতিদিনের মতোই দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশায় করে দোকানের স্বর্ণ নিয়ে নিজের বাসার দিকে রওনা হন।
পথে বাংলাদেশ ব্যাংক এলাকায় মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত এসে অটোরিকশার গতিরোধ করে ব্যবসায়ী মিরাজুলের পায়ে গুলি করে স্বর্ণের ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসে।
ওসি জানান, এ ঘটনার পর পরই দুর্বৃত্তদের ধরতে শহর ও আশপাশের এলাকায় পুলিশ অভিযান শুরু করেছে।