‘পোস্টারে আ. লীগ নেতার নাম না থাকায়’ কোরআন মাহফিল বন্ধ
‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায়’ পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাটিয়াতা হিফজুল কোরআন নূরানি হাফিজিয়া মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
হান্ডিয়াল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজি আফসার আলীর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন মাহফিলটি বন্ধ করে দেয় বলে জানিয়েছেন হান্ডিয়াল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাইয়ুম।
এসআই আরো জানান, গতকাল বুধবার তাফসিরুল কোরআন মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে সেটি বন্ধ করে দেওয়া হয়।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসা কমিটির কয়েকজন সদস্য অভিযোগ করেন, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি হাজি আফসার আলীর নাম পোস্টারে না থাকার কারণেই মাহফিলটি বন্ধ করতে পুলিশ ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন তিনি। আফসারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাদ্রাসার টাকা আত্মসাত ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ কারণেই মূলত এবার অনুষ্ঠানে তাঁকে রাখা হয়নি, পোস্টারেও নাম যায়নি।
তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ হওয়ায় এলাকার সাধারণ মানুষদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে কথা বলার জন্য হাজি আফসার আলী ও হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল করিমের মোবাইল ফোনে বারবার যোগোযোগ করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
চাটমোহর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কশিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, ‘আমার কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এ ছাড়া প্রশাসনের কাছে কোনো অনুমতি নেননি আয়োজক কমিটি। আমি তাদের একত্রিত হয়ে বিষয়টি মীমাংসা করে পরে তাফসিরুল কোরআন মাহফিল করতে বলেছি।’

এ বি এম ফজলুর রহমান, পাবনা