রাজনৈতিক অস্থিরতা নিয়ে সবাই উদ্বিগ্ন : ডেনমার্কের বাণিজ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
ডেনিশ বাণিজ্য ও উন্নয়ন সহায়তামন্ত্রী মগেন্স জেনসেন।ছবি : এনটিভি

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহায়তামন্ত্রী মগেন্স জেনসেন। আজ বুধবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। 

মগেন্স জেনসেন সাংবাদিকদের বলেন, ‘এ দেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে সবাই উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি, অর্থনীতির স্বার্থে সব রাজনৈতিক দলের মধ্যে আলোচনার ভিত্তিতে দ্রুত এ পরিস্থিতির উন্নতি হবে।’  

তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে দাবি অর্থমন্ত্রীর। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কাণ্ডজ্ঞানহীন রাজনীতি করছেন।’ 

বাংলাদেশের উন্নয়নে আগামী পাঁচ বছরে ৬০০ কোটি টাকা সহায়তার আশ্বাস দেন মগেন্স জেনসেন।