ঝালকাঠিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা
ঝালকাঠির রাজাপুর উপজেলার ভাতকাঠি গ্রামে গতকাল মঙ্গলবার এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূ খাদিজা বেগম ভাতকাঠি গ্রামের কৃষক এনছাব আলী হাওলাদারের স্ত্রী।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান জানান, গতকাল মঙ্গলবার বিকেলে ক্ষেতের মিষ্টি আলু চুরি নিয়ে প্রতিবেশী তোতা মিয়ার সাথে কৃষক এনছাব আলী ও তাঁর স্ত্রীর ঝগড়া বাধে।এই ঘটনার জের ধরে তোতা মিয়া এনছাব ও তাঁর স্ত্রীকে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত খাদিজাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে তাঁর মৃত্যু হয়।
ওসি মাসুদুজ্জামান আরো জানান, এনছাব আলীর অভিযোগের পর আজ বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।