পলাশে ইউপি সদস্য প্রার্থীকে কুপিয়ে জখম, গুলিবিদ্ধ ১
নরসিংদীর পলাশে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে পৃথক ঘটনায় এক সদস্য প্রার্থীকে কোপানো ও আরেক প্রার্থীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। ওই সময় গুলিবিদ্ধ হয়েছে আরো একজন। গতকাল শুক্রবার রাতে উপজেলার গজারিয়া ও ডাঙ্গায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানায়, শুক্রবার রাত ৯টায় উপজেলার পারুলিয়ার নরসিংহার চর এলাকার ইটভাটার পাশে গজারিয়া ইউপি নির্বাচনের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আরিফুল ইসলামের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর আহত করে। তাঁর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা এলাকাবাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে রনি মিয়া (২৫) নামের ইটভাটার এক শ্রমিক গুলিবিদ্ধ হন। ঘটনার পর এলাকাবাসী তাদের দুজনকে আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
অপরদিকে শুক্রবার গভীর রাতে পলাশের ডাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মিলন মিয়ার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে একদল সন্ত্রাসী হামলা হামলা চালায়। এতে সন্ত্রাসীরা মিলন মিয়ার ঘরবাড়ি ও দোকান ভেঙে ফেলে। এ ঘটনায় আজ শনিবার সকালে ইউপি সদস্য প্রার্থী মিলন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনের নামে পলাশ থানায় মামলা করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনাগুলো নির্বাচনী কোনো সহিংসতার ঘটনা না। গজারিয়ার ইউপি সদস্য প্রার্থী আরিফুল ইসলাম একটি হত্যা মামলার প্রধান আসামি। হত্যার ঘটনাকে কেন্দ্র করে তাঁর ওপর এই হামলা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।