যশোরে মানহানির মামলায় মাহফুজ আনামের জামিন
মানহানির মামলায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম যশোরের আদালতে জামিন পেয়েছেন। আজ রোববার দুপুরে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহজাহান আলী এ আদেশ দেন।
এর আগে বেলা ১১টার দিকে হাজির হয়ে জামিন আবেদন করেন মাহফুজ আনাম। তাঁর আইনজীবী মাহমুদ হাসান বুলু বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে উপস্থিত ছিলেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা।
গত ১৬ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে যশোরের আদালতে দুটি মানহানি মামলা দায়ের করা হয়। একটি মামলায় মাহফুজ আনামকে আদালতে হাজিরার জন্য সমন জারি করা হয়েছিল। যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল সাংবাদিক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দুটি করেছিলেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহজাহান আলী ও অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মৃত্যুঞ্জয় মিস্ত্রীর আদালতে তাঁরা এ মামলা দুটি দাখিল করেন।
গত ৩ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের এক আলোচনা অনুষ্ঠানে প্রশ্নের মুখে মাহফুজ আনাম স্বীকার করেন, সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর সরবরাহ করা ‘শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর’ যাচাই ছাড়া প্রকাশ করে সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন। তিনি বলেন, ‘এটা আমার সাংবাদিকতার জীবনে, সম্পাদক হিসেবে ভুল, এটা একটা বিরাট ভুল। সেটা আমি স্বীকার করে নিচ্ছি।’