শেরপুরে চিকিৎসকের শাস্তির দাবিতে মানববন্ধন

Looks like you've blocked notifications!
ভুল চিকিৎসায় রোগীর অঙ্গহানির অভিযোগে চিকিৎসকের শাস্তির দাবিতে আজ রোববার মানববন্ধন করে শেরপুর জেলা মহিলা পরিষদ। ছবি : এনটিভি

ভুল চিকিৎসায় রোগীর অঙ্গহানির অভিযোগে চিকিৎসকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শেরপুর জেলা মহিলা পরিষদ। আজ রোববার শেরপুর পৌর শহরে এই মানববন্ধন করা হয়।

শেরপুর জেলা মহিলা পরিষদের সভানেত্রী ও আওয়ামী লগের নেত্রী নাসরিন রহমানের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া। এ ছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিল।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৫ সালের ১৫ নভেম্বর ডা. শরীফ ও ডা. এস কে কুণ্ডু ভুল চিকিৎসা করে শ্রীবরদীর এক নারীর স্তন কেটে বাদ দেন। তাঁরা ওই দুই চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।