‘লাদেন’ গ্রুপের বিরুদ্ধে বান্দরবানে পাহাড়িদের মানববন্ধন
বান্দরবানে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে মুহাম্মদিয়া জামিয়া শরিফের ওরফে লাদেন গ্রুপের রাবার বাগান সৃজনের নামে পাহাড়িদের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন পাহাড়িরা।
আজ রোববার দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে ফাঁসিয়াখালী বন ও ভূমি রক্ষা পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে পাহাড়ি-বাঙালি কয়েক শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। তাঁরা গণহারে মিথ্যা মামলা দিয়ে স্থানীয়দের গ্রামছাড়া করার প্রতিবাদ জানান।
জেলা বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের জেলা সভাপতি জুয়ামলিয়াম আমলাইয়ের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি উছোমং মারমা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াইচিং প্রু, স্থানীয় বাসিন্দা চংপাত ম্রোসহ ভুক্তভোগী পাহাড়িরা।
বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের সভাপতি জুয়ামলিয়াম আমলাই বলেন, জামিয়া শরিফ ওরফে লাদেন গ্রুপের ভূমি দখলের কারণে ২০১৪ সালে ওই এলাকা থেকে মারমা, ত্রিপুরা ও ম্রো তিনটি পাড়ায় ৬১টি পাহাড়ি পরিবার উচ্ছেদ হয়েছে। প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় ভূমি দখলের প্রক্রিয়া বন্ধ হচ্ছে না। রাবার বাগান সৃজনের নামে লামায় পাহাড়িদের ভূমি দখল বন্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
জেএসএসের জেলা সভাপতি উছোমং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভূমি দখলের প্রক্রিয়া ক্রমশ বাড়ছে। জেলার লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলাগুলোতে স্থানীয় পাহাড়িদের বেশির ভাগ ভূমি বিভিন্ন কোম্পানির নামে দখল করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে পাহাড়িদের গ্রামছাড়া করে লাদেন গ্রুপ ভূমি দখল করছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে লাদেন গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফাঁসিয়াখালীর ভুক্তভোগী পাহাড়িরা রোববার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার মিজানুর রহমানকে স্মারকলিপি দিয়েছেন। পার্বত্য প্রতিমন্ত্রী প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
মুহাম্মদিয়া জামিয়া শরিফ ওরফে লাদেন গ্রুপ লামাসহ আশপাশের বিভিন্ন স্থানে প্রায় আড়াই হাজার একরের মতো পাহাড়িদের ভূমি বিভিন্ন নামে দখল করেছে। অভিযোগ দেওয়ার পরও প্রভাবশালীদের চাপে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ স্থানীয়দের।