টানা আটবার সাধারণ সম্পাদক হলেন শহীদুল
কিশোরগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতিসহ দুটি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অপরদিকে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
উৎসবমুখর পরিবেশে গতকাল রোববার সমিতির এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গভীর রাতে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়।
নির্বাচনে ২৩১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জালাল মোহাম্মদ গাউস। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের শেখ এ কে এম নুরুন্নবী পেয়েছেন ২০০ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সমন্বয় পরিষদের মো. শহীদুল আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আমিনুল ইসলাম রতন পেয়েছেন ১৬২ ভোট। এ নিয়ে সাধারণ সম্পাদক পদে মো. শহীদুল আলম টানা আটবার নির্বাচিত হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।
সমন্বয় পরিষদের বিজয়ীরা হচ্ছেন সহসভাপতি শামছুন্নাহার কাজল ও মুফতি জাকির হোসেন, সহসাধারণ সম্পাদক মো. ইফতেখারুল ইসলাম পাভেল ও মো. আতাউর রহমান আকন্দ, সাংস্কৃতিক সম্পাদক মো. হাসান ইমাম, অডিটর আব্দুল কাদির, সদস্য তাপস কুমার চ্যাটার্জি, প্রলয় কুমার দাস, রাসেল কবীর, শাহাদাৎ হোসেন ফাল্গুন ও সাইফুল ইসলাম রাসেল।
লাইব্রেরি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. আজিজুল হক দৌলত।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী জানান, নির্বাচনে সমিতির ৪৫৫ জন ভোটারের মধ্যে ৪৩৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ