ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় ৭০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছেন মুখ্য বিচারিক হাকিম আদালত।
সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলি এলাকায় মুখ্য বিচারিক হাকিম আদালতের নতুন ভবনের সামনে কুরুলিয়া খালপাড়ে এসব মাদক ধ্বংস করা হয়।
মুখ্য বিচারিক হাকিম আদালত সূত্রে জানা যায়, ১৫৫টি মামলায় প্রায় ছয় ধরনের মাদকদ্রব্য, আতশবাজি ও পাটের বস্তা আটকের পর জব্দ করা হয়। জব্দ করা মাদকের মধ্যে ১২ হাজার ৮৯৩ পিস ইয়াবা, ৪০৮ কেজি গাঁজা, ৬৫৬ বোতল ফেনসিডিল, ৪৯১ বোতল বিদেশি মদ, ৪৩৭ লিটার চোলাই মদ ও ১৫৭ বোতল ভারতীয় এস্কফ সিরাপ ছিল। জব্দ ও ধ্বংসকৃত এসব মাদকের মোট মূল্য ৬৯ লাখ এক হাজার ২৬০ টাকা।
মাদকদ্রব্য ধ্বংসের সময় মুখ্য বিচারিক হাকিম মনির কামাল, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শফিকুল ইসলাম, জ্যেষ্ঠ বিচারিক হাকিম সানজিদা আফরিন দীবা, শরাফ উদ্দিন আহমেদ ও আদালত পরিদর্শক মো. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া