ভোলার ৪২ ইউনিয়নে চেয়ারম্যান পদে মাত্র দুজন নারী

Looks like you've blocked notifications!
ভোলার আলীনগর ইউপিতে চেয়ারম্যান পদে সানজিদা হক (বাঁয়ে) এবং লালমোহনের বদরপুর ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন স্মৃতি বেগম সুমি। ছবি : এনটিভি

ভোলার ৪২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৫৬ জন পুরুষের বিপরীতে লড়াই করছেন মাত্র দুজন নারী। তবে তাঁদের কেউ দলীয় মনোনয়ন পাননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁরা লড়াই করছেন।

ভোলা জেলার দক্ষিণের উপজেলা লালমোহন। এই উপজেলার তেঁতুলিয়া নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা বদরপুর ইউনিয়ন। উপজেলা যুব মহিলা লীগের সভাপতি স্মৃতি বেগম সুমি বদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস মার্কা নিয়ে লড়ছেন। এ ইউনিয়নে মোট সাতজন চেয়ারম্যান পদে লড়াই করছেন। 

স্মৃতি বেগম সুমি বলেন, ‘সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। বিজয়ী হয়ে প্রথমেই নারী উন্নয়নে কাজ করব। সমানভাবে সব এলাকার উন্নয়নের জন্য কাজ করব।’ 

অপরদিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নে সানজিদা হক চেয়ারম্যান পদে টেলিফোন মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথমবারের মতো নারী চেয়ারম্যান পদপ্রার্থী পেয়ে সাধারণ ভোটারদের মধ্যেও তাঁকে নিয়ে আগ্রহ আছে।’ 

সানজিদা হক জানান, চেয়ারম্যান হলে নারীদের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবেন। এলাকার উন্নয়নের পাশাপাশি নারী অধিকার নিয়ে কাজ করবেন।