ঝিনাইদহে বিএনপি নেতাদের গাড়িতে হামলা, ১২ কর্মী বহিষ্কার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/11/photo-1457713607.jpg)
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে জেলা বিএনপির নেতাদের বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে যুবদল, ছাত্রদলের স্থানীয় ১২ নেতাকর্মীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মজিদ বলেন, বিএনপি নেতারা আজ কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র পদপ্রার্থী আতিয়ার রহমানের পক্ষে প্রচারণা চালান। প্রচারকাজ শেষ করে ফেরার পথে তাঁদের বহনকারী মাইক্রোবাসে হামলা চালানো হয়।
এ সময় হামলাকারীরা গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে মাইক্রোবাসটির গ্লাস ভেঙে যায়। এ সময় জেলা নেতাদের কয়েকজন জখম হন।
এম এ মজিদ আরো জানান, এ ঘটনার জড়িত সন্দেহে কালীগঞ্জ উপজেলা যুবদল ও ছাত্রদলের ১২ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার ও কালীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ আরো দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মাইক্রোবাসটির যাত্রী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট এস এম মশিউর রহমান, ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলীমসহ ১২ নেতা এ হামলায় আক্রান্ত হন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক দাবি করেন, ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিপক্ষের ইন্ধনে জেলা নেতাদের ওপর ন্যক্কারজনক এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।