শহর থেকে গ্রামে দারিদ্র্যের হার বেশি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/12/photo-1457769110.jpg)
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, শহর থেকে গ্রামে দারিদ্র্যের হার বেশি। এক মাস গ্রামে থেকে গ্রামীণ জীবন থেকে শিক্ষার্থীরা যে ধারণা অর্জন করেছে, তা চিকিৎসক জীবনে অপরিহার্য অংশ হিসেবে কাজে আসবে।
আজ শনিবার দুপুরে সাভারের আশুলিয়ায় বাঁশবাড়ী এলাকায় গণবিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ‘এক মাস গ্রামে থেকে যা দেখেছি, যা শিখেছি’ শীর্ষক এক অভিজ্ঞতা বিনিময় সভায় এক বক্তব্যে হোসেন জিল্লুর উল্লিখিত মন্তব্য করেন।
অভিজ্ঞতা বিনিময় সভায় হোসেন জিল্লুর বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ।
সভার মূল প্রতিপাদ্য ‘স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গ্রামীণ মানুষের জীবনযাপন’। এতে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের এমবিবিএস ২১তম ব্যাচ ও গণবিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপির ২৯তম ব্যাচের শিক্ষার্থীরা অর্জিত অভিজ্ঞতা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র হেলথ স্পেশালিস্ট ডা. বুসরা বিনতে আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম লিডার (হেলথ সিস্টেম) ডা. ভেলেরিয়া ডি অলিভেরিয়া ক্রুজ, সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ, গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাফরুল্লাহ্ চৌধুরী প্রমুখ।