রাতে খালেদা জিয়ার সঙ্গে ডেনমার্কের মন্ত্রীর বৈঠক

Looks like you've blocked notifications!

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন সফররত ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহায়তামন্ত্রী মগেন্স জেনসেন। 

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবীর খান এনটিভি অনলাইনকে জানান, আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

তবে বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে কিছু জানাননি শায়রুল কবীর।

গত মঙ্গলবার তিনদিনের সফরে বাংলাদেশে আসে ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহায়তামন্ত্রী মগেন্স জেনসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করেন মগেন্স। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

দেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে সবাই উদ্বিগ্ন জানিয়ে মগেন্স সাংবাদিকদের বলেন, ‘আমরা বিশ্বাস করি, অর্থনীতির স্বার্থে সব রাজনৈতিক দলের মধ্যে আলোচনার ভিত্তিতে দ্রুত এ পরিস্থিতির উন্নতি হবে।’