রাঙামাটিতে ‘ইয়াবাসহ’ দম্পতি আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/12/photo-1457782288.jpg)
রাঙামাটি শহরের আলম ডক ইয়ার্ড এলাকা থেকে আটক দম্পতি। ছবি : এনটিভি
রাঙামাটি শহরের আলম ডক ইয়ার্ড এলাকা থেকে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাদের আটকের সময় ৭৫টি ইয়াবা পাওয়া যায় বলে পুলিশ দাবি করেছে।
আটক ব্যক্তিরা হলেন মো. হাসেম উদ্দিন (৪০) এবং তাঁর স্ত্রী শাহনাজ বেগম (৩০)।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ বলেন, ‘এই দম্পতি দীর্ঘ দিন ধরে রাঙামাটিতে ইয়াবা ব্যবসা করে আসছে। তাদের নামে আগেও একটি মামলা আছে। আমরা গোপন খবরের সূত্রে তাদের নিজ বসতবাড়ি আলম ডক ইয়ার্ড এলাকা থেকে আটক করি। তাদের নামে মাদকদ্রব্য দমন আইনে মামলা রুজু করা হচ্ছে।’