বান্দরবান-কেরানীহাট সড়কের কাজের উদ্বোধন
বান্দরবানে সড়ক বিভাগের অর্থায়নে ২১ কোটি টাকা ব্যয়ে কেরানীহাট-বান্দরবান ২৩ কিলোমিটার সড়কের ওভারেল উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে বান্দরবান বাজারে ফলক উন্মোচনের মাধ্যমে উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।
জেলা শহরের ট্রাফিক মোড় চত্বরে আয়োজিত সড়ক বিভাগের রাঙামাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, বান্দরবান সড়ক বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর মন্ত্রী সড়কের উন্নয়নমূলক নির্মাণকাজ পরিদর্শন করে দেখেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, উন্নয়নের মূলে হচ্ছে যোগাযোগব্যবস্থা। সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলেও ভ্রমণ করতে পারছেন পর্যটকরা। একটি সময় ছিল পার্বত্যাঞ্চলের কথা শুনলে মানুষ ভয় পেত। কিন্তু এখন বছরের প্রায় সময় পর্যটকে মুখরিত থাকে বান্দরবানসহ তিন পার্বত্য জেলা। তিনি আরো বলেন, পর্যটনশিল্পের উন্নয়নের ফসল ভোগ করছেন পাহাড়ের মানুষও। পর্যটকরা হচ্ছেন লক্ষ্মীর মতো। পর্যটকদের কোনো ধরনের অসম্মান করা যাবে না। ঠকানো যাবে না, খাবার, রাত্রিযাপন এবং যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত টাকা আদায় করা বন্ধ করতে হবে। লক্ষ্মীকে পায়ে ঠেলবেন না, লক্ষ্মী মুখ ফিরিয়ে নিলে ক্ষতির সম্মুখীন নিজেরাই হবেন।
বান্দরবান সড়ক বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ জানান, কেরানীহাট-বান্দরবান ২৩ কিলোমিটার সড়কের ওভারেল নির্মাণকাজের ব্যয় ধরা হয়েছে ২১ কোটি টাকা। আগামী ছয় মাসের মধ্যে এ সড়কের উন্নয়নকাজ সম্পন্ন করা হবে। এ প্রকল্পের আওতায় বান্দরবান বাজারের ট্রাফিক মোড় থেকে সার্কিট হাউস হয়ে থানচি স্টেশন পর্যন্ত সড়কটিও একইভাবে সংস্কারকাজ করা হবে।