বিমানবন্দর নিরাপত্তায় প্রশিক্ষণ দেবে যুক্তরাজ্য
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘বিমানবন্দর গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কর্মীদের প্রশিক্ষণ দেবে যুক্তরাজ্য।’ যুক্তরাজ্যই এ প্রস্তাব করে বলে জানান পর্যটনমন্ত্রী।
আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে রাশেদ খান মেনন এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আশা করছি শিগগিরই কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাজ্য। যুক্তরাজ্য এ ব্যাপারে কিছু সুপারিশ করেছে। সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি।’
রাশেদ খান মেনন আরো বলেন, ‘বিমানবন্দরে নিরাপত্তা তদারকি করার জন্য সাত সদস্যের স্টিয়ারিং কমিটি করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও সচিব, ওই মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ওই কমিটিতে আছেন।