ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, শিশু আহত

Looks like you've blocked notifications!

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে হাসু নামে দুই বছর বয়সী এক শিশুর হাতের তিনটি আঙ্গুল ঝলসে গেছে। এর মধ্যে একটি আঙুল কেটে ফেলতে হবে বলে চিকিৎসক জানিয়েছেন। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শক্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশু হাসি ওই গ্রামের মনির হোসেনের ছেলে।  

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইসলাম জানান, শিশু হাসুকে নিয়ে তার মা শক্তিপুর এলাকায় সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের বাড়ির পেছনে জঙ্গলে পাতা কুড়াতে যান। এ সময় শিশুটি খেলার একপর্যায়ে ককটেলটি হাতে পেয়ে বল মনে করে খেলতে শুরু করলে ককটেলটির বিস্ফোরণ ঘটে। এতে শিশু হাসুর ডান হাতের তিনটি আঙ্গুল ঝলসে যায়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন জানান, শিশুটির ডান হাতের বৃদ্ধাঙ্গুলি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এটি বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এ ছাড়া তালুর মাংসসহ দুটি আঙ্গুলের মাংস ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বেলা ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।