টহল পুলিশের ট্রলারডুবি, ৩ শটগান খোয়া
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে মুক্তারপুর নৌফাঁড়ি পুলিশের টহলকাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলার ডুবে গেছে। আজ বুধবার রাত ১০টার সময় লাইটার জাহাজের ধাক্কায় ওই ট্রলার ডুবে যায়।
এ সময় নৌকায় একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও চারজন পুলিশ সদস্য ছিলেন। তাঁরা সবাই সাঁতার কেটে নদীর তীরে উঠতে সক্ষম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার এনটিভি অনলাইনকে জানান, ট্রলারডুবির পর সব পুলিশ সদস্য তীরে উঠতে সক্ষম হন। তবে তিনটি শটগান খোয়া গেছে। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে আসছে। এ ছাড়া পুলিশের একাধিক দল ঘটনাস্থলে আছে।