চরসুবুদ্ধি ইউপি চেয়ারম্যানের মুক্তি দাবি

Looks like you've blocked notifications!
নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাজি আবদুল মোমেনের মুক্তির দাবিতে আজ সোমবার নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। ছবি : এনটিভি

নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাজী আবদুল মোমেনের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

আজ সোমবার চরসুবুদ্ধি ইউনিয়নের জনসাধারণ ও চেয়ারম্যান মুক্তি পরিষদের ব্যানারে নরসিংদী প্রেসক্লাবের সামনের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গত ১৯ মার্চ চরসুবুদ্ধি ইউনিয়নের আবদুল্লাহপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চেয়ারম্যান ও প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ-ছয়জন আহত হয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে হাজি আবদুল মোমেনকে গ্রেপ্তার করা হয়। ২০ মার্চ আদালত তাঁকে জেলহাজতে পাঠান। পুলিশ জানিয়েছে, চেয়ারম্যান আত্মরক্ষার্থে তাঁর লাইসেন্সকৃত বন্দুক থেকে গুলি করেছেন।