হাতিয়ায় দুই নির্বাচন কর্মকর্তাসহ গুলিবিদ্ধ ৩

Looks like you've blocked notifications!

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট দেওয়া নিয়ে দুই প্রার্থীর সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া দুর্বৃত্তরা দুজনের পায়ের রগ কেটে দিয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার চরকিং বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে আওয়ামী লীগের মহিউদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহিনের লোকজন সংঘর্ষ জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। এ সময় ভোটকেন্দ্রের বাইরে তিনজন গুলিবিদ্ধ হন। এঁদের মধ্যে দুজন হলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবদুল আউয়াল ও পোলিং কর্মকর্তা শাহাদাত হোসেন। গুলিবিদ্ধ আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। সংঘর্ষের মধ্যেই দুজনের পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। সবাইকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ ও দুজনের রগ কেটে নেওয়ার বিষয়টি জানিয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম আরিসুল হক জানান, দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে হবে। তাদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।