সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

Looks like you've blocked notifications!

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। আজ সোমবার সকালে উপজেলার পারকোলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন শাহজাদপুরের গাড়াদহ গ্রামের ইব্রাহীম হোসেন (৫০), শাহাদত হোসেন (৩০) ও শামসুল ইসলাম (৪৫)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা এনটিভিকে জানান, আজ সকালে সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ী মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হন। গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী। হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান। পরে গুরুতর আহত দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।