বগুড়ায় যাত্রীবাহী বাসের চাপায় নিহত ৩, আহত ২

Looks like you've blocked notifications!

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির আরো দুই যাত্রী।

নিহতরা হলেন উপজেলার ভবানীপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের হোসেন আলীর ছেলে সিএনজিচালক ফরিদ উদ্দিন (৩৫), আমিনপুর গ্রামের জিন্নাহর ছেলে ফিরোজ (২০) ও একই গ্রামের শাবান আলীর ছেলে জরুহুল ইসলাম (২৫)।

দুর্ঘটনায় আমিনপুর গ্রামের আরমান আলী (২২) ও হবিবুর রহমান (৪৮) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার দিবাগত রাত পৌন ৯টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বগুড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ঘোগা বটতলা এলাকায় পৌঁছালে স্থানীয় ভবানীপুরগামী অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

পরে তাঁদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. মঈনুল ইসলাম তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।