মাগুরায় পেট্রলবোমায় পুড়ল ৯ শ্রমিক

Looks like you've blocked notifications!

মাগুরা সদর উপজেলায় একটি ট্রাকে পেট্রলবোমা হামলায় নয় শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের শরীরের ৬০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এদের মধ্যে পাঁচজনকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে। 

সদর থানার উপপরিদর্শক (এসআই) মহসিন আলী এনটিভি অনলাইনকে জানান, আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলার মাগুরা-যশোর মহাসড়কের মঘির ঢাল এলাকায় ট্রাকটিতে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

দগ্ধরা হচ্ছেন উপজেলার মালিকগ্রামের দুই সহোদর রওশন আলী (৪২) ও ইলিয়াস হোসেন (৪০), একই গ্রামের মতিন মিয়া (৩৫), আরব আলী (৩৮), ইয়াদুল হোসেন (৩০), শাকিল মিয়া (৩৫), নাজমুল হোসেন (৩৫), ফারুক মিয়া (৩৫) ও ইমরান হোসেন (২৫)।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশিস বিশ্বাস এনটিভি অনলাইনকে বলেন, অধিকাংশের শরীরের ৬০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে। তাদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে।