প্রার্থীর পরাজয়ে সমর্থকের মৃত্যু!

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের বাসিন্দা আবদুল মান্নান। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পছন্দের প্রার্থীর পরাজয়ের খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে এক সমর্থকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ইউপি সদস্য প্রার্থী হায়দুর রহমান জানান, গত ২২ মার্চ রায়গঞ্জের নলকা ইউপিতে নির্বাচন হয়। ওই ইউপির ১ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিলেন তিনি (তালা প্রতীক)। মাত্র ৫২ ভোটের ব্যবধানে তিনি মাজহারুল ইসলাম জুয়েলের (ফুটবল প্রতীক) কাছে পরাজিত হন। রাতে এই খবর শুনে হৃদরোগে আক্রান্ত হন হায়দুরের সমর্থক ১ নম্বর ওয়ার্ডের আলম চাঁদপুর গ্রামের বাসিন্দা আবদুল মান্নান (৬০)। আজ সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এদিকে আবদুল মান্নানের জানাজা শেষে আজ সন্ধ্যায় তাঁর লাশ আলম চাঁদপুর গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় নলকা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবদুল জাব্বার সরকার, সাবেক ইউপি সদস্য রণজিৎ কুমার ঘোষ ও নবনির্বাচিত ইউপি সদস্য, এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আবদুল মান্নান পরোপকারী ও সত্যনিষ্ঠ ব্যক্তি ছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।