চাঁদাবাজির অভিযোগে কাজীপুরের ওসি প্রত্যাহার

Looks like you've blocked notifications!

দায়িত্বে অবহেলা এবং যানবাহনে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খানকে প্রত্যাহার করা হয়েছে।

তবে ওসি মিজানের দাবি, আওয়ামী লীগের কয়েকজন নেতার রোষানলে পড়ায় প্রত্যাহারের শিকার হয়েছেন তিনি।

বুধবার রাতে সিরাজগঞ্জের পুলিশ সুপার তাঁকে প্রত্যাহারের নির্দেশ দেন। প্রত্যাহারের পর মিজানুর রহমান খানকে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

কাজীপুর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুজ্জামানকে সাময়িকভাবে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ ও কাজীপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক আহম্মেদ ওসি মিজানুর রহমান খানকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রত্যাহারের কারণ হিসেবে প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানান তিনি।

ওসি মিজানুর রহমান খানের বিরুদ্ধে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের সীমান্তবাজার এলাকায় যানবাহন আটকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এসব ঘটনায় সম্প্রতি তিনি জনরোষে পড়েন। এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন আসার পর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে অভিযোগ করা হয়। পরে পুলিশ সুপারের কার্যালয় বিষয়টি তদন্ত করে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খানকে প্রত্যাহার করা হয়।