প্রতিপক্ষের হামলায় বিএনপি প্রার্থীসহ আহত ৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী হাজি মো. রতনসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্তন এলাকায় এ ঘটনা ঘটে।
নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম মামুন ও তার কর্মী-সমর্থকরা এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়।
আহত অপর ব্যক্তিরা হলেন মো. মহিউদ্দিন (২৫), মোশারফ (২৮), জুয়েল (২৫), মামুনুল (৩৫) ও সৈকত (১৮)। আহত ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মো. রতন অভিযোগ করেন, দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে বের হলে আওয়ামী লীগদলীয় চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম মামুনের নেতৃত্বে ১৫-১৬ জন হামলা চালায়। এ সময় বিএনপির কর্মী-সমর্থকদের আওয়ামী লীগ প্রার্থীর লোকজন মারধর করে।
এ বিষয়ে জেলা পুলিশ লৌহজং সার্কেলের এএসপি শামসুজ্জামান বাবু বলেন, ‘হামলার ঘটনা শুনতে পেয়েছি। লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’
আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপে শ্যামসিদ্ধিসহ শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।