মুন্সীগঞ্জে মাহিনের হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
মুন্সীগঞ্জের কলেজছাত্র মেহেদী হাসান মাহিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মুন্সীগঞ্জের পঞ্চসার এলাকায় আজ সোমবার সকাল ৯টায় এই মানববন্ধন করা হয়।
মাদকসেবী ও বিক্রেতাদের গুলিতে আহত মাহিন (১৮) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
মাহিনের বাবা মো. রবিউল ঢালী অভিযোগ করেন, হামলার পর তিনি মামলা করায় আসামিরা তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। পুলিশ আসামিদের আটক করছে না, নীরব ভূমিকা পালন করছে।
রবিউল ঢালী বলেন, ‘মাহিন মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বাধা দিয়ে আসছিল। এ কারণে তারা দীর্ঘদিন ধরে আমার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাচ্ছিল ও হুমকি দিচ্ছিল। গত ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে মাদকসেবী ও মাদক বিক্রেতারা আমার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় মাহিন গুলিবিদ্ধ হয়। তার কপালে ও গলায় গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় ও হাসপাতালের আইসিইউতে রয়েছে। ওর সঙ্গে আরো দুজন গুরুতর আহত হয়েছে।’
রবিউল বলেন, ‘মামলা করার পরও পুলিশ মূল আসামিদের গ্রেপ্তার করছে না, নীরব ভূমিকা পালন করছে। তারা আবারও আমার পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’