বান্দরবানে আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
‘সুন্দর সময়ের পথে’ স্লোগান সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে দৈনিক ‘আমাদের সময়’-এর প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে আজ বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে বান্দরবান প্রেসক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল আলম সুমন, বান্দরবান জেলা প্রেস ইউনিটির সভাপতি আল ফয়সাল বিকাশ, সাধারণ সম্পাদক ও আমাদের সময় জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার প্রমুখ।
সভায় প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বলেন, গণমাধ্যমগুলোর মধ্যে আমাদের সময় এখনো পরিচ্ছন্ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। আগামীতেও আমাদের সময় এ ধারাবাহিকতা বজায় রাখবে—এমনটাই প্রত্যাশা।
জেলা প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন শাহরিয়ার বলেন, দেশের প্রিন্ট মিডিয়ায় দৈনিক আমাদের সময় একটি পরিবর্তন এনেছে। দেশের সাধারণ মানুষের হাতে হাতে পত্রিকা পৌঁছে দিতে সক্ষম হয়েছে আমাদের সময়।