চা বোর্ডের চেয়ারম্যান হলেন মেজর জেনারেল আজমল

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল আজমল কবীরকে (পিএসসি) নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ অধিশাখা থেকে এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে মেজর জেনারেল আজমল কবীরের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত থাকবে। এর আগে তিনি বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ড্যান্ট পদে নিয়োজিত ছিলেন।
একই প্রজ্ঞাপনে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে কর্মরত মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহকে সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।