জামালপুরে ভোটকেন্দ্রের বাইরে বিক্ষোভ, পুলিশের গুলি

Looks like you've blocked notifications!

জামালপুরের নয়ানগর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে গোপনে সিল মারার অভিযোগে বিক্ষোভ করেছে এলাকাবাসী। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে। পরে এ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর মামা-ভাগ্নে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

সহকারী পুলিশ সুপার মো. ইউনুস মিয়া জানান, নৌকা প্রতীকে প্রিসাইডিং অফিসারের সহায়তায় সিল মারার অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও গুলি ছোড়ে পুলিশ। তিনি বলেন, ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে।