শ্রীনগরে পুলিশের গুলিতে যুবক আহত
দিনভর মুষলধারে বৃষ্টির মধ্যে ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে। একটি কেন্দ্র দখলের সময় পরিস্থিতি নিয়্ন্ত্রণে পুলিশের গুলিতে এক যুবক আহত হন।
দুপুর ১টার দিকে পাটাভোগ ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা মাসুরগাঁও কেন্দ্রে পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি গুলি ছোড়ে। এতে আলামিন নামের এক যুবক গুলিবিদ্ধ হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আনসার সদস্য রবি শিকদার (৩৫) ও রহমতউল্লাহ (২৭) আহত হন। তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার পুলিশের গুলি ছোড়ার বিষয়টি স্বীকার করেছেন।
এর আগে কুকুটিয়া ইউনিয়নের নাগরভাগ কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন ককটেল ফাটিয়ে কেন্দ্রটি দখলের চেষ্টা করে। এ সময় ককটেল বিস্ফোরণে ফিরোজ শেখ (৪০) নামের একজন আহত হন। পরে বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ২টার দিকে ব্যালট পেপার, সিল ও প্যাড কেন্দ্রের বাইরে নিয়ে তাতে সিল মেরে বাক্স ভরা হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী পক্ষের এজেন্টরা।
ভাগ্যকুল ইউনিয়নের উত্তর বালাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র জালভোট দেওয়া নিয়ে হট্টগোল বাধলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাড়ইখালি ইউনিয়নে কবুতরখোলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে না দিয়ে নৌকা প্রতীকের লোকজন জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। তবে ভোট গ্রহণ শুরু হওয়ার ১ ঘণ্টার পর কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা ও প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সাড়ে ৮টার দিকে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন বিরোধী এজেন্টদের বের করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে ।
শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টার দিকে অনিয়মের তথ্য পেয়ে সাংবাদিকরা যান। সেখানে এক বহিরাগত লোক সাংবাদিকদের কেন্দ্র থেকে বেরিয়ে যেতে হুমকি দেন। এ সময় খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হলে বহিরাগত পালিয়ে যায়।