মুন্সীগঞ্জে ৫ হাজার কেজি জাটকা জব্দ
মুন্সীগঞ্জ সদরে লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে পাঁচ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
আজ শুক্রবার সকালে পটুয়াখালী থেকে ঢাকাগামী এমভি মাহিন রিফাত-১ নামক লঞ্চে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।
গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার মুস্তাফিজ রহমান জানান, ৫০টি ড্রামে ভর্তি করে এই জাটকাগুলো বাজারজাত করার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। প্রাথমিক তথ্যমতে, এগুলো পটুয়াখালী থেকে তোলা হয়েছিল। তবে মালিক না পাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মুস্তাফিজ রহমান আরো জানান, লঞ্চটির মাস্টার ও কেরানি পরিচয় গোপন করে যাত্রীদের সঙ্গে মিশে গেছে। ফলে তাদের আটক করা সম্ভব হয়নি। লঞ্চটির যাত্রী, বিশেষ করে নারী ও শিশুদের কথা চিন্তা করে কাগজপত্র রেখে লঞ্চটি ছেড়ে দেওয়া হয়।
আজ শুক্রবার সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদের উপস্থিতিতে জব্দ করা জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা ও গরিব-দুঃখীদের মধ্যে বিতরণ করা হয়।