টাঙ্গাইলে চলন্ত বাসে পোশাক শ্রমিককে গণধর্ষণ !
টাঙ্গাইলের মধুপুরে ‘বিনিময় পরিবহনের’ একটি চলন্ত বাসে এক পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ ঘটনা ঘটে।
গণধর্ষণের শিকার গার্মেন্টকর্মী (২৩) বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন।
গণধর্ষণের শিকার নারীর স্বামী এনটিভি অনলাইনকে জানান,গত বৃহস্পতিবার গাজীপুর থেকে তাঁর স্ত্রী খালার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ীতে বেড়াতে যান। আজ শুক্রবার ভোরে গাজীপুরে ফেরার উদ্দেশে ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে টিকিট কেটে বিনিময় পরিবহনের একটি বাসে উঠে।
একপর্যায়ে বাসটির চালক ও চার সহকারী তাঁর স্ত্রীকে নিয়ে রওনা হয়। সেই সময় বাসটিতে তাঁর স্ত্রী ও চার সহকারী ছাড়া কেউই ছিল না। তখন বাসটি গন্তব্যের দিকে না গিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের দিকে যেতে থাকে।
এ সময় তাঁর স্ত্রী এই বিষয়ে জিজ্ঞেস করলে বাসের সহকারীরা তাঁকে মারধর করে এবং সব জানালা-গেট বন্ধ করে দিয়ে তাঁর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে একে একে বাসের চালকসহ তিনজন তাঁকে ধর্ষণ করে। পরে বাস থেকে তাঁর স্ত্রীকে রাস্তায় নামিয়ে চলে যায় ওই বাস।
খবর পেয়ে ওই নারীর স্বামী টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক থেকে স্ত্রীকে উদ্ধার করেন। এরপর দুপুরে এ ঘটনার বিচার চেয়ে টাঙ্গাইল বাস শ্রমিক সংগঠনের কার্যালয়ে গেলে বিষয়টি মীমাংসার জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেন নেতারা। পরে বিকেলে তিনি স্ত্রীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. রেহেনা পারভীন জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলেই বিস্তারিত বলা যাবে।
এদিকে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভুইয়া জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসও দেন তিনি।