ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় চারজনকে কোপাল দুর্বৃত্তরা
ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মুন্সীগঞ্জের গজারিয়ায় চারজনকে কুপিয়ে জখম করছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন- রনি (২০), সবুজ (১৮), উজ্জ্বল (৩২) ও সবুজ(২২)। এলোপাতাড়ি কোপে উজ্জ্বলের হাতের রগ কেটে যায়। অবস্থার অবনতি হলে আজ শনিবার সকালে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ শনিবার সকালে হামলার শিকার রনি এনটিভি অনলাইনকে জানান, দুলাল মিয়া (৩২) এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি তাঁর লোকজন দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। গতকাল রাতে পুরাচক বাউশিয়া নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তিনি মাদক বিক্রি করছিলেন। এ সময় এলাকাবাসী বাধা দিলে দুলাল ও তাঁর সহযোগীরা এলাকাবাসীর ওপর হামলা চালায়।
গজারিয়া থানায় পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’