সাঙ্গু নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সাঙ্গু নদী থেকে নিখোঁজ জেলে উচিমং মারমার (৪৪) লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুস সাত্তার জানান, উপজেলার তারাছা ইউনিয়নের বরইতলীমুখ এলাকায় শুক্রবার সাঙ্গু নদীতে মাছ শিকার করতে গিয়ে উচিমং মারমা (৪৪) নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয়দের সহায়তায় নদীতে দীর্ঘক্ষণ খোঁজ করেন। তারপরও জেলের সন্ধান পাওয়া যায়নি।
আজ শনিবার ঘটনাস্থল থেকে একটু দূরে সাঙ্গু নদীতে মৃতদেহ ভেসে ওঠার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।