ব্রাহ্মণবাড়িয়ায় বাসে ব্যাটারি বিস্ফোরণ, আহত ৫
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে শনিবার রাত সোয়া ৮টার দিকে যাত্রীবাহী একটি বাসে ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে বাসের পাঁচজন যাত্রী আহত হন। তবে কেউ অগ্নিদগ্ধ হননি। এই ঘটনায় প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রাশেদ পরিবহনের বাসটি রাত সোয়া ৮টার দিকে সরাইল কুট্টাপাড়া এলাকায় আসার পরপরই বিকট শব্দ হয়। এরপরই বাসটিতে আগুন ধরে যায়। এ সময় বাসে ৪০-৪৫ জন যাত্রী ছিল। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত বাস থেকে নামতে গিয়ে পাঁচজন আহত হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ খেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণে এ মহাসড়কে প্রায় এক ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই দিকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়।
.jpg)

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া