গণধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সাভারে এক গার্মেন্ট শ্রমিককে অপহরণের পর ধর্ষণের অভিযোগে ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক লায়ন পারভেজকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে সাভারের ব্যাংক কলোনি এলাকার একটি বাড়ি থেকে লায়নকে আটক করে সাভার মডেল থানার পুলিশ।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মোল্লা জানান, গত ২২ ফেব্রুয়ারি রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে গাজীপুর এলাকার এক গার্মেন্ট শ্রমিককে অপহরণ করে ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক লায়ন পারভেজ ও তার বন্ধুরা। পরে সাভারের ব্যাংক কলোনির ছাপড়া মসজিদ এলাকার একটি বাসায় ছয় দিন আটকে রেখে ওই গার্মেন্ট শ্রমিককে গণধর্ষণ করে তারা। এ ঘটনায় ভুক্তভোগী গার্মেন্ট শ্রমিক সাভার মডেল থানায় গতকাল রাতে একটি মামলা করেন। ওই মামলায় গভীর রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে লায়নকে আটক করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, লায়ন সাভার থানা পুলিশ হেফাজতে রয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।