বগুড়ায় বোমা বিস্ফোরণে নিহত দুই
বগুড়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া ৮টার দিকে শেরপুর উপজেলার জৌনপুর কুঠিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
তবে নিহত দুই ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গ্রামের মাহবুবুর রহমানের বাড়িতে গতকাল রাত সোয়া ৮টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে রাত সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তি মারা যান।
এদিকে, কুঠিবাড়ী গ্রামের ওই বাড়িতে থেকে ১৬টি ককটেল, দুটি মডেম, একটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে বলে ইউএনবির খবরে বলা হয়েছে।