জামালপুরে ছাত্রদল, যুবদলের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Looks like you've blocked notifications!

পুলিশের কাজে বাধা ও যানবাহনে হামলা চালানোর চেষ্টার অভিযোগ এনে জামালপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক সজীব খানসহ ছাত্রদল ও যুবদলের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 

জামালপুর থানার উপপরিদর্শক (এসআই) ইমরান আল হোসাইন বাদী হয়ে শনিবার রাতে এই মামলা করেন।

মামলায় জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব, শহর ছাত্রদলের আহ্বায়ক শাহ মো. মাসুদ, শহর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন কর্নেলসহ ছাত্র ও যুবদলের ৪৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত শনিবার বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি চলাকালে অভিযুক্তরা যানবাহনে হামলার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে অভিযুক্তরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দায়িত্বরত তিন পুলিশ কর্মকর্তা আহত হন।