‘প্রতিটি বাড়িতে শিক্ষার হার বাড়াতে হবে’
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, ‘যে জাতি অশিক্ষিত, সে জাতি কখনো উন্নয়ন করতে পারে না, তাই প্রতিটি বাড়িতে শিক্ষার হার বাড়াতে হবে।’
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নমুখী সরকার। ২১ ভিশনের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে দেখবে সারা বিশ্ব। মডেল হিসেবে বাংলাদেশ তৈরি হচ্ছে। দেশের কোথাও অশিক্ষিত থাকবে না। এখন আমরা শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করেছি। ছেলেমেয়েদের শিক্ষা অর্জনের ক্ষেত্রে উপবৃত্তিসহ নানা রকম সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।’
মন্ত্রী বলেন, এখন বাংলাদেশে দুই প্রকার মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে, কেউ যুদ্ধ করে মুক্তিযোদ্ধা আর কেউ কাগজ-কলমে মুক্তিযোদ্ধা। ফুলবাড়ীতে একজনও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নেই, অথচ অনেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা ভোগ করছেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘পৃথিবীতে এমন কোনো দেশ নেই, যে দেশের জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে, কেবল বাংলাদেশ ছাড়া। আর সেই যুদ্ধের আমি একজন সৈনিক, এটাই আমার গর্ব।’
আজ মঙ্গলবার বিকেল ৩টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, পৌর মেয়র মুরতুজা সরকার মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের সচিব অমিনুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ সাইফুল ইসলাম, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন্দ্র নাথ সরকার, ফুলবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াতে ইসলামী ফুলবাড়ী শাখার সেক্রেটারি মো. মঞ্জুরুল কাদির, ফুলবাড়ী থানার ওসি মো. মোকছেদ আলী প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন-উর-রশিদ।

ফারুক হোসেন, দিনাজপুর