আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

Looks like you've blocked notifications!

টানা চার দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবার উৎপাদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে অ্যামোনিয়া প্ল্যান্টের একটি বয়লারের ত্রুটি মেরামত শেষে কারখানাটি আবার সচল হয়। 

আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নুরুল কবির জানান, ২০ মার্চ অ্যামোনিয়া প্ল্যান্টের ব্যবকক বয়লারে ত্রুটির কারণে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এ ত্রুটি মেরামতকাজ শেষ করতে চার দিন সময় লাগে।

নুরুল কবির জানান, কারখানায় প্রতিদিন এক হাজার ৪০০ মেট্রিক টন সার উৎপাদন হয়। এর বাজারমূল্য এক কোটি ৭৫ লাখ টাকা। এ হিসাবে চার দিনে পাঁচ হাজার ৬০০ টন সার উৎপাদন ব্যাহত হয়েছে, যার বাজারমূল্য সাত কোটি টাকা।