বরিশালে সংঘর্ষে বিএনপির সম্মেলন পণ্ড
বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন দুই পক্ষের সংঘর্ষে পণ্ড হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ শনিবার দুপুর ১টার দিকে জেলার উজিরপুরের গুঠিয়ায় এ ঘটনা ঘটে।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন জানান, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি সরফুদ্দিন আহমেদ সান্টুর বাসভবন উজিরপুরের গুঠিয়ায় বানারীপাড়া বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে আজ বানারীপাড়া উপজেলা ও পৌর শাখা বিএনপির সম্মেলন শুরু হয়। কিছু সময় পর স্বাগত বক্তব্য দেওয়া নিয়ে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। পরে কাউন্সিল স্থগিত করা হয়।
স্বাগত বক্তব্য ছাড়াও অভ্যন্তরীণ কোন্দল থাকতে পারে এ হট্টগোলের পেছনে-এমনটাও মনে করেন জেলা শাখার সাধারণ সম্পাদক।
বানারীপাড়া পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান চোকদার জানান, নিয়ম অনুযায়ী সংগঠনের যে শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে ওই শাখার সভাপতি বা সম্পাদকের স্বাগত বক্তব্য দেওয়ার কথা। অথচ সান্টু নিজেই স্বাগত বক্তব্য দিতে মঞ্চে ওঠেন। এ কারণে বানারীপাড়া উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা সম্মেলন বর্জন করেন। এ সময় সান্টুর কর্মী-সমর্থকরা তাঁদের ওপর হামলা করলে সংঘর্ষ বেধে যায়।
এতে বানারীপাড়া সদর ইউনিয়ন যুবদলের সভাপতি খলিল মাঝি ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব ফকিরসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানান খলিলুর রহমান চোকদার। তিনি আরো জানান, সম্মেলনের আগে তাঁদের কিছুই জানানো হয়নি এ ব্যাপারে।
সান্টু তাঁর পছন্দের লোকজন দিয়ে পকেট কমিটি করতে চান বলে অভিযোগ করেছেন খলিলুর রহমান।
এ ব্যাপারে জানতে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক খান জানান, কমিটি গঠনকে কেন্দ্র করে গুঠিয়ায় সরফুদ্দিন আহমেদ সান্টুর বাসভবনে হট্টগোলের খবর শুনেছেন তাঁরা। তবে কোনো সংঘর্ষ বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।