ভৈরবে ৬৩৪ রেলযাত্রীকে জরিমানা

Looks like you've blocked notifications!
বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে যাত্রীদের জরিমানা করে রেল কর্তৃপক্ষ। ছবি : এনটিভি

ভৈরবে বাংলাদেশ রেলওয়ের বিশেষ অভিযানে বিনা টিকেটে রেল ভ্রমণের দায়ে ৬৩৪ জন যাত্রীকে আর্থিক জরিমানা করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।

বিনা টিকেটে রেলভ্রমণে যাত্রীদের নিরুৎসাহিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (পূর্ব) সর্দার শাহাদাৎ আলী।

ভৈরব বাজার রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সর্দার শাহাদাৎ আলীর নেতৃত্বে পরিচালিত ওই বিশেষ অভিযানে ভৈরব রেলওয়ে স্টেশনে বিরতি দেওয়া ১৫টি আন্তনগর ও মেইল ট্রেনের যাত্রীদের টিকিট পরীক্ষা করা হয়। এ সময় বিনা টিকেটে ভ্রমণের দায়ে ৬৩৪ জন যাত্রীকে আটক করে জরিমানাসহ টিকেটের মূল্য বাবদ এক লাখ ২৭ হাজার ৬৯৫ টাকা আদায় করা হয়। ওই বিশেষ অভিযানে রেলওয়ের ২৬ জন টিকেট চেকার ও চারজন পরিদর্শক অংশ নেন।

ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তায় পরিচালিত ওই অভিযানে ভৈরব স্টেশনমাস্টার অমৃত লাল দাসসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।