এইচএসসি পরীক্ষার্থী হত্যা : বরিশালে বিক্ষোভ, অবরোধ
বরিশাল সদর উপজেলার লাকুটিয়ায় দুর্বৃত্তদের কোপে এইচএসসি পরীক্ষার্থী রমজান হাওলাদার (১৯) নিহতের ঘটনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে স্থানীয় লোকজন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
রমজান নগরীর কাউনিয়া আবদুর রব সেরনিয়াবাদ কলেজের শিক্ষার্থী। তিনি চরবাড়িয়ার উলাল বাটনা গ্রামের আবদুর রশিদ হাওলাদারের ছেলে।
রমজানের চাচাতো ভাই লোকমান জানান, শনিবার সন্ধ্যায় মোবাইলে কথা বলে রমজানকে পার্শ্ববর্তী লাকুটিয়ায় ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তাঁকে পিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তারা। পরে রমজানের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত রমজানকে আশঙ্কাজনক অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রমজানকে ঢাকা মেডিকেলে পাঠানোর কথা বলেন চিকিৎসক। ঢাকায় আনার পথে আজ রোববার ভোররাতে রমজানের মৃত্যু হয়।
রমজানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং গাছ ফেলে সড়ক অবরোধ করে। এ সময় তারা লাকুটিয়া বাজারসংলগ্ন মেঘিয়া গ্রামের সিকদারপাড়ায় ছয়টি ঘর ভাঙচুর করে।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিমানবন্দর থানার সহকারী পুলিশ কমিশনার আজাদ রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাব্বির হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।