টেকনাফে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

Looks like you've blocked notifications!
কক্সবাজারের টেকনাফে উদ্ধার হওয়া পাঁচ লাখ ৮০ হাজার ইয়াবাসহ বিজিবি সদস্যরা। ছবি : এনটিভি

কক্সবাজারের টেকনাফে পাঁচ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। আজ বুধবার ভোররাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সমুদ্র তীরবর্তী খুরের মুখ ঘাটে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আজ দুপুর ১২টায় টেকনাফে বিজিবির দুই ব্যাটালিয়ান সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ান কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে বিজিবির একটি দল মঙ্গলবার গভীর রাত থেকে খুরের মুখ এলাকায় অবস্থান নেয়। বিজিবির অবস্থান টের পেয়ে পাচারকারীরা ইয়াবার প্যাকেটগুলো সাগরের চরে ফেলে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় বিজিবি চর থেকে পাঁচ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করে।

আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার ও বাংলাদেশের ইয়াবা চক্র এসব ইয়াবার চালান সমুদ্র পথ হয়ে টেকনাফের ওই এলাকা দিয়ে পাচার করছিল। উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে এসব ধ্বংস করা হবে।