বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী কুয়েত
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে কুয়েত। বাংলাদেশ সফররত কুয়েতের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত গাজীপুরের ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিটিআই) পরিদর্শন শেষে তাঁদের এ আগ্রহের কথা জানান।
কুয়েতের অভ্যন্তরীণবিষয়ক মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল সোলাইমান ফাহাদ আল ফাহাদের নেতৃত্বে ২৩ সদস্যবিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল গত ২১ মার্চ ৫ দিনের সফরে বাংলাদেশে এসেছে। ২৫ মার্চ পর্যন্ত প্রতিনিধিদলটি সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের সম্ভাব্যতার বিষয়ে আলোচনা করবে।
প্রতিনিধিদলটি আজ মঙ্গলবার সকালে টিটিটিআইয়ের ক্যাম্পাসে পৌঁছালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুর রহমান খান তাঁদের স্বাগত জানান। পরে কনফারেন্স হলে টিটিটিআইয়ের প্রশিক্ষণ কার্যক্রমের ওপর তাদের অবহিত করেন। প্রতিনিধিদলের সদস্যরা টিটিটিআইয়ের প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণ কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় প্রতিনিধিদলের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফট্যানেন্ট কর্নেল ওমার আল হাসিনান, মেজর আব্দুল্লাহ মোহাম্মদ আল ইয়াসীন, ক্যাপটেন মোহাম্মদ মাহমুদ হোসেইন, ক্যাপটেন আব্দুর রাহমান আদেল আল আব্দুল আজিজ আল ওমার, ক্যাপটেন মাশাল খালেদ আব্দুল আজিজ আল জানাহী ও মেজর মোরশেদ আব্দুল্লাহ খালেদ আল জোয়ায়েদ।
এ ছাড়া ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল মেজর (অব.) শ্যামলেন্দু কবিরাজ, বিভিন্ন বিভাগের প্রশিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিনিধিদলটি গাজীপুরে অবস্থিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি পরিদর্শন করে।